You are here
Home > শিক্ষা > ঘাসফুল-এর শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল ম্যারিকো

ঘাসফুল-এর শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল ম্যারিকো

ঘাসফুল শিক্ষা কার্যক্রম-এর শিক্ষার্থীদের জন্য ৫,০০০ মেডিকার সেইফলাইফ হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ঘাসফুল পরাণ রহমান স্কুল ছাড়াও ঘাসফুল সেকেন্ড চান্স প্রোগ্রাম এবং ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্র-এর শিশুদের মাঝেও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

ঘাসফুল পরাণ রহমান স্কুল-এর অধ্যক্ষ হুমাইরা কবির চৌধুরী’র নিকট স্যানিটাইজারগুলো হস্তান্তর করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর এরিয়া সেলস ম্যানেজার মো: আশরাফুল আলম এবং রিজনাল সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার মুজাহিদুন নবী।

বন্দরনগরীর পশ্চিম মাদারবাড়িতে অবস্থিত ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঘাসফুল-এর সিইও আফতাবুর রহমান জাফরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম-এর কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম সহ ঘাসফুল পরাণ রহমান স্কুল-এর শিক্ষকগণ।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ গোপাল বলেন, “একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে জনগণের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা সচেষ্ট থাকি। এই উদ্যোগের মাধ্যমে, ঘাসফুল-এর সাহায্যে সকলের মাঝে করোনা সতর্কতা ও সচেতনতা সৃষ্টি করতে পারবো বলে আমরা আশাবাদী।”

ঘাসফুল-এর সিইও আফতাবুর রহমান বলেন, “এই সঙ্কটাপন্ন সময়ে কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য মারিকো বাংলাদেশ লিমিটেড-এর প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”

এর আগে চলতি মাসে, ১৫,০০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণের জন্য ইউসেপ-এর কাছে ৪০,০০০ মেডিকার সেইফলাইফ হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেছিল ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে-
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩ এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং সৌন্দর্য ও সুস্বাস্থ্য খাতের পণ্য সমাহার সমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। কোম্পানিটি হেয়ার ও স্কিন কেয়ার, বেবি কেয়ার, এডিবল অয়েল এবং মেল গ্রুমিং ক্যাটাগরির ২৬টি ব্র্যান্ড নিয়ে সারা বাংলাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাস্যুট ক্রমবর্ধমান একটি শক্তিশালী ভোক্তাশ্রেণীকে সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ড এর মধ্যে স্থান করে নিয়েছে। স¤প্রতি কিছু নতুন ব্র্যান্ড এবং পণ্য মার্কেটে নিয়ে আসার পরে কোম্পানি তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে; এর মধ্যে রয়েছে প্যারাস্যুট জাস্ট ফর বেবি রেঞ্জ, প্যারাসুট স্কিন পিওর রেঞ্জ এবং পুরুষদের জন্য শ্যাম্পু, ফেসওয়াশ, জেল ও ডিও সমৃদ্ধ স্টুডিও এক্স ইত্যাদি। মেইড ইন বাংলাদেশ-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে, ম্যারিকোর ৯৯% ভাগ পণ্যই বাংলাদেশে উৎপাদিত হয় এবং এসব পণ্য ইন্ডিয়া ও নেপালে রপ্তানী করা হয়। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি।

প্রতিষ্ঠানটি মুনাফার ১% করপোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের শিক্ষা, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং অক্ষমতা দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Similar Articles

Leave a Reply

Top