You are here
Home > জাতীয় > মুচলেকা দিয়ে জামিন পেলেন কাউন্সিলর চিত্তরঞ্জন

মুচলেকা দিয়ে জামিন পেলেন কাউন্সিলর চিত্তরঞ্জন

শ্লীলতাহানির মামলায় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) এক নারী রাজধানীর সবুজবাগ থানায় এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
এর আগে, একটি গোপন কক্ষে নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় চিত্তরঞ্জন দাসকে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ছড়িয়ে পড়া ভিডিওটি গোপনে কেউ ধারণ করে ছড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সময় সংবাদকে বলেন, ‘বিষয়টি দলকে প্রচণ্ডভাবে ক্ষতি করবে। আমাদের মহানগর সভাপতি আবু আহমেদ মন্নাফি পারিবারিকভাবে ঝামেলায় আছেন। উনি স্বাভাবিক হলে বিষয়টি আমরা অবগত করবো। অবশ্যই তার শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তিনি।’
তবে চিত্তরঞ্জন যেহেতু একজন জনপ্রতিনিধি সেহেতু তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে করপোরেশন। মেয়র দেশের বাইরে আছেন দেশে ফিরলে হয়তো তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন। আর আমরাও এ বিষয়ে খুব শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেব, বলেন হুমায়ুন কবির।
এ বিষয়ে চিত্তরঞ্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার সঙ্গে নাটকের রিহার্সেল করার নামে ভিডিও ধারণ করে এটি পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে বিপদে ফেলতেই প্রতিপক্ষরা এটি করেছে বলে দাবি করেন চিত্তরঞ্জন দাস।

Similar Articles

Leave a Reply

Top