You are here
Home > জাতীয় > খালেদা জিয়ার দণ্ডাদেশ আরো ৬ মাস স্থগিত

খালেদা জিয়ার দণ্ডাদেশ আরো ৬ মাস স্থগিত

আইনমন্ত্রী আনিসুল হক জানান, পূর্বের শর্ত বহাল রেখেই এই মতামত দেওয়া হয়েছে। তিনি বলেন, বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে পুনরায় কারাগারে গিয়ে আবেদন করতে হবে। বিএনপি নেত্রীর আইনজীবীরা সরকারের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন।

বিদেশে চিকিৎসার আবেদন করতে হলে বিএনপি চেয়ারপারসনকে আবার জেলে ফিরতে হবে। গত মাসের শেষের দিকে আইনমন্ত্রীর এই বক্তব্যেই আভাস ছিল কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে তার স্থায়ী মুক্তি চেয়ে পরিবারের আবেদনে।রোববার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, দণ্ড স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর পক্ষে তারা মত দিয়েছেন।

বহাল থাকবে বিদেশে না যাওয়ার আগের শর্তই।আইনমন্ত্রী বলেন, ’যে আবেদনপত্রের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই আবেদনপত্রটি কিন্তু নিষ্পত্তি করা হয়েছে। এ অবস্থায় এটা পরিবর্তন করার আইন  নেই। যদি এটা করতে হয় আমি আগেও বলেছি এখনো বলছি তাকে আবার জেলখানায় ফিরে গিয়ে তাকে এটা বাতিল করতে হবে। বাতিল করে নতুন করে আবেদন করতে হবে। ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়েছিল আমার মন্ত্রণালয় থেকে এ মতামত দেওয়া হয়েছে যে, এটা আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা হোক।’  

Similar Articles

Leave a Reply

Top