You are here
Home > বিশ্ব > ইরাকের আরবিল বিমান বন্দরে ড্রোন হামলা

ইরাকের আরবিল বিমান বন্দরে ড্রোন হামলা

ইরাকের আরবিল আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। উত্তরাঞ্চলীয় এই শহরের কাছেই মার্কিন কনস্যুলেট অবস্থিত।

শনিবার কুর্দিশ নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, দুটি সশস্ত্র ড্রোন এ হামলা চালিয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়নি।

জিহাদী বিরোধী জোট বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত বিমানবন্দরের কোন ক্ষতি হয়নি বলে এর পরিচালক আহমেদ হোচায়ের জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র একজন সংবাদদাতা মার্কিন কনস্যুলেটের আশেপাশ থেকে বড়ো ধরনের দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়ার কুন্ডলি আকাশের দিকে উড়তে দেখেছেন।
নিরাপত্তা বাহিনী বিমানবন্দরে প্রবেশ বন্ধ করে দিয়েছে।

হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র এ হামলার জন্যে ইরাকে ইরানপন্থী বাহিনীগুলোকে দায়ী করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরাকে মার্কিন বাহিনী কিংবা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জায়গা লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে।

ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্থানের রাজধানী আরবিল। এর প্রেসিডেন্ট নেচিরভান বারজানি।

Similar Articles

Leave a Reply

Top