You are here
Home > জাতীয় > দুর্ঘটনা > ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন

ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন

মোহনগঞ্জ এক্সপ্রেসের পর এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনা কোনো নাশকতা ছিল কি না তা প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।

তিনি জানান, একটি বস্তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মূলত ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে চটের বস্তাটি রাখা ছিল। সেটির কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারেনি। ফলে গরম হয়ে চটের বস্তায় আগুন লেগে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে আগুন নেভানো হয়।

তিনি আরও জানান, আগুন নেভানোর সময় ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরে সেটি গন্তব্যে রওনা হয়।

এর আগে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন নিহত হন। এছাড়াও আহত হন বেশ কয়েকজন।

Similar Articles

Leave a Reply

Top