You are here
Home > সারা দেশ > তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সভার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বামজোটের বিক্ষোভ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সভার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বামজোটের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রোববার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারন সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল, বিপস্নবী কমিউনিস্ট লীগ জেলা সাধারন সম্পাদক রেবুতি বর্মন, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল্যাহিল নান্নু প্রমুখ। বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানান।

সেইসাথে পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী, বিরোধীদলীয় নেতাদের বিরম্নদ্ধে মামলা হয়রানি বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোসহ সর্বজনীন রেশন চালুরও দাবি জানান।

Similar Articles

Leave a Reply

Top