সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন করচার হাওরে সংশোধিত কাবিটা নীতিমালা অনুযায়ী হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও ভাঙ্গন বন্ধকরন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল আড়াইটার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এসময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম (সার্বিক), বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, মফিজুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী, (পওর-১) মামুন হাওলাদার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিশ্বম্ভরপুর উপজেলার শাখা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া সহ
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় উপকারভোগী কৃষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।