You are here
Home > জাতীয় > রোজার তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

রোজার তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান বা রোজা অন্যতম। এই মাসকে আত্মশুদ্ধির মাস হিসেবে পালন করে থাকেন সারা পৃথিবীর মুসলমানেরা। আগামী বছরের প্রথম ভাগে শুরু হবে পবিত্র মাহে রমজান। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত আসন্ন রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।

দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) জানিয়েছে, আগামী বছরের ১২ মার্চ থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। সে অনুযায়ী, আমাদের দেশে সাধারণত একদিন পর সিয়াম সাধনা শুরু হওয়ার কথা। অর্থাৎ আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে পারে রমজান।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট বলছে, বসন্ত ঋতু শুরুর দিকে আগামী বছরের ১২ মার্চ আমিরাতে রমজান মাস শুরু হবে। সেসময় আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে।

আইএসিএডি জানায়, প্রথম রোজা পালনের দিন দেশটিতে ১৩ ঘণ্টা ১৬ মিনিট খাদ্য ও পানীয় থেকে বিরত থাকতে হতে পারে। দিনে দিনে সময় আরও বাড়বে। মাসের শেষ দিকে গিয়ে যা প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছাবে।

এর আগে ২০২৩ সালে ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে শুরু হয়ে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত রোজার সময় ছিল।

Similar Articles

Leave a Reply

Top