দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থিতা ফিরে পাওয়ার তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবারের (১২ ডিসেম্বর) শুনানিতে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃতীয় দিনের শুনানি শুরু হয়। নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বৈধ বা বাতিল) বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
এরআগে, সোমবার (১১ ডিসেম্বর) মোট ১০০টি আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের, আর স্থগিত রয়েছে ৮টি আবেদন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ৯৮টি আপিলের শুনানি হয়। পরে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। আপিল নামঞ্জুর হয় ৩৫ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল।
আর প্রথমদিনের শুনানিতে রোববার (১০ ডিসেম্বর) ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। ৩২টি আবেদন নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।