You are here
Home > বিনোদন > সৃজামির গণসংগীত উৎসব শেষ হচ্ছে আজ

সৃজামির গণসংগীত উৎসব শেষ হচ্ছে আজ

দুইদিন ব্যাপী উৎসবের শেষ‌ দিনে আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সৃজামি পরিবেশন করবে কবিতার গান ও উদীচী শিল্পীগোষ্ঠী পরিবেশন করবে গীতি-কাব্য-নাট্যালেখ্য `ধর ধর চোর ধর‘।

কবিতার গান ছয়টি সুরারোপিত কবিতা নিয়ে পরিবেশনা যার সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন সুজিত চক্রবর্ত্তী। গানগুলো হলো- ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ফুটপাত ফুটপাত, এইতো রে সেই জীবনতরী, কষ্ট নেবে কষ্ট, টাকা তুমি কী আশ্চর্য ও ভালো মেয়ে ঠিক কাকে বলে।

মাহমুদ সেলিমের রচনা ও সুরাইয়া পারভীনের সংগীতায়োজনে অমিত রঞ্জন দে’র নির্দেশনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মঞ্চস্থ করবে ধর ধর চোর চোর।

উৎসবের শেষ‌ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন‌ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্চসারথী আতাউর রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংগীত শিল্পী মাহমুদ‌ সেলিম ও নাট্যজন অভিজিৎ সেনগুপ্ত।

সৃজামি সম্মাননা গ্রহন করবেন‌ গণসংগীত শিল্পী, অভিনেতা ও‌ নাট্যনির্দেশক লিয়াকত আলী লাকী।

Similar Articles

Leave a Reply

Top