প্রথমার্ধে একের পর এক গোল মিসের মহড়ায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বরং পিছিয়েই পড়েছিল। তবে সেখান থেকে দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত লেবাননের সঙ্গে ১-১ ড্র নিয়েই মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ারা।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে প্রথমার্ধেও বাংলাদেশ ভালো খেলেছে।
৬৭ মিনিটে লেবাননকে এগিয়ে দেন মাজেদ উসমান। তবে সে গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ৭২ মিনিটে দলকে সমতায় ফেরান মোরসালিন।
আই গ্রুপের ম্যাচটিতে লেবাননের হয়ে গোল করেন মাজেদ ওসমান। পিছিয়ে থাকা বাংলাদেশকে সমতায় ফেরান শেখ মোরসালিন। এই ড্রয়ে দুই ম্যাচে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে বাংলাদেশ। দুই ম্যাচে ২ পয়েন্টে লেবানন আছে দ্বিতীয় স্থানে।