নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনী নাগরিকদের সুরক্ষা দেয়ার উপায় খুঁজে বের করার দায় রয়েছে।
পশ্চিমতীরের অধিকৃত শহরে ইসরাইলী বসতি স্থাপনাকারীরা হামলা চালালে জাতিসংঘে ফিলিস্তিনী জনসংখ্যা বিষয়ক দূত মঙ্গলবার এ কথা বলেন।
নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর ফিলিস্তিনী দূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ^াস করি বিশেষ করে ইসরাইলী বসতি স্থাপনাকারীদের অপরাধ ও সন্ত্রাসী হামলার পর ফিলিস্তিনী বেসামিরক নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা পরিষদের কাঁধে অনেক দায়িত্ব রয়েছে।’
রোববার রাতে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের হুওয়ারা শহরে শত শত ইসরাইলীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়।
রিয়াদ মনসুর আরো বলেন, নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের জন্যে হুওয়ারা পরিদর্শন সহায়ক হবে যেন তারা সরেজমিনে দেখে শিশু, মা ও তাদের পরিবারের মনের আতঙ্ক হৃদয়ে ধারণ করতে পারে এবং অন্তরাত্মা কেঁপে ওঠে।
ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপালনকারী মাল্টার রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেইজার বলেছেন, আরো সহিংসতা এড়াতে উত্তেজনা থামানোর জন্যে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সকলের উপায় খুঁজে বের করার চেষ্টা করা উচিত।
তিনি একইসঙ্গে উভয়পক্ষকে সংযত থাকারও পরামর্শ দেন।
এদিকে চলতি বছর ইসরাইল ফিলিস্তিন সংঘাত তীব্ররূপ নেয়ার প্রেক্ষিতে রোববার ডর্জানে অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষের কর্মকর্তারা নতুন সংঘাত প্রতিরোধের প্রতিশ্রুতি দেন।