You are here
Home > বিশ্ব > আফ্রিকার চার দেশ সফরে ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আফ্রিকার চার দেশ সফরে ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্য আফ্রিকার চার দেশ সফর শুরু করেছেন।

সাবেক ঔপনেবেশিক এসব দেশে ফরাসী বিরোধী মনোভাব তীব্র হওয়ায় নতুন দায়িত্বশীল সম্পর্কের পরীক্ষা চালাতে কূটনৈতিক এ উদ্যোগে নিয়েছে ফ্রান্স।

বুধবার গ্যাবন যাওয়ার মধ্যদিয়ে ম্যাক্রোঁ তার সফর শুরু করেন। এরপর তিনি অ্যাঙ্গোলা, রিপাবলিক অব কঙ্গো এবং ডেমাক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যাবেন। শনিবার তার সফর শেষে হবে।

ফরাষী ভাষাভাষী আফ্রিকার এসব দেশে রাশিয়ার প্রভাব বাড়ছে। পাশাপাশি চীনও তার প্রভাব বলয় তৈরিতে সচেষ্ট। আর এ নিয়ে ফ্রান্সে সতর্কতা বাড়ার প্রেক্ষিতে ম্যাক্রোঁ তার এ সফর শুরু করেছেন।

তিনি গ্যাবনে কঙ্গো নদীর বিস্তীর্ণ অববাহিকাসহ বিশ^ব্যাপী বন সংরক্ষণের জন্যে ওয়ান ফরেস্ট সামিটে যোগ দেবেন।

ফ্রান্সের আফ্রিকা নীতি বিষয়ে সোমবার এক বক্তব্যে ম্যাক্রোঁ আফ্রিকার ৫০টিরও বেশি দেশের সাথে জলবায়ু ইস্যুসহ পারষ্পরিক ও দায়িত্বশীল সম্পর্কের কথা বলেন।

তিনি ঔপনেবিশক পরবর্তী নীতিসমূহ ভাঙার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

ম্যাক্রোঁ জোর দিয়ে বলেছেন, দ্বিতীয় মেয়াদে আফ্রিকাই তার অগ্রাধিকার।

তিনি জুলাইতে ক্যামেরন, বেনিন ও গিনি বিসাউ সফর করেন।

Similar Articles

Leave a Reply

Top