You are here
Home > বিশ্ব > পেরুর দক্ষিণাঞ্চলে ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭

পেরুর দক্ষিণাঞ্চলে ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭

পেরুর দক্ষিণাঞ্চলে ভয়ংকর ভূমি ধসে মৃতের সংখ্যা ১৭ জনে  পৌঁছেছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। পেরু কর্তৃপক্ষ শুক্রবার একথা জানায়।

পেরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল ডিফেন্স (আইএনডিইসিআই) এর তথ্য অনুসারে, গত  রবিবারের ভূমিধসে ২৭ জন আহত ও ২০ জন নিখোঁজ হয়েছে। খবর এএফপি’র।

পেরুর কামানা প্রদেশের আরেকুইপা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পরে এই ভূমিধসে ঘরবাড়ি, রাস্তা, স্কুল এবং একটি চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।

এলাকাটিতে অসংখ্য ছোট আকারের ম্যানুয়াল খনি কার্যক্রম রয়েছে এবং কর্মকর্তারা আশঙ্কা করছেন কিছু লোক এ সব অস্থায়ী খনিতে আটকে থাকতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, যে সব শিশু মারা গেছে তাদের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে।

Similar Articles

Leave a Reply

Top