You are here
Home > স্বাস্থ্য > গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য ছিল বাংলাদেশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত  হয়েছেন ২১৭ জন। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৫৪ শতাংশ।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি পরীক্ষাগারে ১৪ হাজার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৯ জনের নমুনা। করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ উঠেছেন এক হাজার ৬০০ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জনে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম একজনের করোনা শনাক্ত হয়। আর দেশে করোনায় প্রথম প্রাণহানি ঘটে ওই বছরের ১৮ মার্চ।

Similar Articles

Leave a Reply

Top