You are here
Home > সারা দেশ > সুনামগঞ্জ পৌর এলাকায় পরিত্যক্ত স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জ পৌর এলাকায় পরিত্যক্ত স্থাপনা উচ্ছেদ

মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ পৌরসভার আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) সংলগ্ন টাউন হল মার্কেটের একটি পরিত্যক্ত স্থাপনা  উচ্ছেদ করা হয়েছে।

আজ সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে অবৈধ পরিত্যক্ত স্থাপনা উচ্ছেদ করা হয়।

শহরে নির্বিঘ্নে গাড়ি চলাচল ও পৌরবাসীকে নিরাপদে চলাচল করার জন্য দীর্ঘদিনের পরিত্যক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, সরকারি খাস খতিয়ানের অংশে নির্মিত পরিত্যক্ত ঘরটি উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ বলেন, শহরে ট্রাফিক পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত স্থাপনা ছিল। যেটি সরকারি ভূমিতে কে বা কারা নির্মাণ করে রেখেছে। আমরা এই পরিত্যক্ত স্থাপনাটি ভেঙে দিয়েছি। এতে শহরবাসী নির্বিঘ্নে চলতে পারবে এবং গাড়ি চলাচল করতে পারবে।

Similar Articles

Leave a Reply

Top