You are here
Home > রাজনীতি > রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি

রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি

দলের সাবেক মহাসচিব এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি। ২৮৯টি আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলেও সেখানে নেই রাঙ্গার নাম।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন তালিকা পাঠ করেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু।

রাঙ্গাকে মনোনয়ন না দেওয়ার ব্যাখ্যা দিয়ে চুন্নু বলেন, তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এজন্য তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও দল থেকে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গার আসন রংপুর-১। এবার সেখানে প্রার্থী করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে।

রাঙ্গা মনোনয়ন পাবেন না সেটা আগেই আঁচ করতে পেরেছিলেন। তিনি জানিয়েছিলেন, দলের মনোনয়ন ফরম নেননি। তবে দল তাকে মনোনয়ন দিলে লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন। মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন বলেও জানিয়েছেন রাঙ্গা।

Similar Articles

Leave a Reply

Top