You are here
Home > রাজনীতি > বিএনপি দেশে সবচেয়ে বড় উগ্রবাদী: কাদের

বিএনপি দেশে সবচেয়ে বড় উগ্রবাদী: কাদের

দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী আর কে- এমন প্রশ্ন তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জেল থেকে বের হয়েই একই বক্তব্যের পুনরাবৃত্তি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, নিজের ওপর আরোপিত অভিযোগ আওয়ামী লীগের উপর আরোপ করতে চায় বিএনপি। নেতাকর্মীদের চাঙ্গা করতে ও আত্মতুষ্টির জন্য কথা বলছেন বিএনপি নেতারা। বেপরোয়া চালকের মত বারবার তারা রাজনীতিতে দুর্ঘটনা ঘটাচ্ছে।

কাদের আরও বলেন, বিএনপি তাদের ক্ষমতার সময় ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। গুম-খুনের নাটক বারবার সাজিয়েছে বিএনপি।

বিএনপির আন্দোলন করার মত কোনো ইস্যু দেশে নেই বলেই তারা গায়ে পড়ে ইস্যু তৈরি করতে চায়।

এ সময় আওয়ামী লীগ জনগণের জানমালের সুরক্ষায় রাজপথে থাকবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন কাদের।

Similar Articles

Leave a Reply

Top