You are here
Home > রাজনীতি > বিএনপি এখন ধ্বংস হয়ে যাবে, মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি এখন ধ্বংস হয়ে যাবে, মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী

বড় দল বিএনপি নির্বাচনে না এসে খুবই ভুল করেছে। দলটি এখন ধ্বংস হয়ে যাবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনী প্রচারণায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে।

সবাই কাজ করছে। নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে। তারা একটা বড় দল, কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয় তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনও জয়লাভ করেনি।

বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিএনপির কোনো স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে আর করবে।

তিনি আরও বলেন, আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করব। যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাব।

আগামী ৭ জানুয়ারি সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, অতীতের মতো এবারও সিলেটের মানুষ ভোটকেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচারণা করতে যাচ্ছি সেখানে ভোটারদের সাড়া পাচ্ছি।

Similar Articles

Leave a Reply

Top