You are here
Home > রাজনীতি > অসহযোগ আন্দোলনের সমর্থনে নতুন কর্মসূচি বিএনপির

অসহযোগ আন্দোলনের সমর্থনে নতুন কর্মসূচি বিএনপির

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার, শুক্র এবং শনিবার সারাদেশে গণসংযোগ এবং রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ।

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ৭ জানুয়ারির ভোট বর্জন এবং আজ থেকে সরকারকে ‘সবক্ষেত্রে’ অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করেন রুহুল কবির রিজভী। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে অসহযোগ আন্দোলন শুরু করুন। আগামী ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করুন।’

রুহুল কবির আরও বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালনে বিরত থাকুন।’

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকারকে সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভাবুন।’

সরকারবিরোধী দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী/ আপনারা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।’

Similar Articles

Leave a Reply

Top