You are here
Home > ব্যাবসা-বাণিজ্য > ১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

পাঁচটি প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারকে প্রায় ১০৩ কোটি ডলার ঋণ দিতে চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) এডিবি ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় এই চুক্তিতে সই করেন ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

যে পাঁচ প্রকল্পে ঋণ দিচ্ছে এডিবি-

১. আবাসিক গ্রাহকদের জন্য সাড়ে ৬ লাখ স্মার্ট প্রি–পেইড মিটার স্থাপন। এই প্রকল্পে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি। প্রাথমিকভাবে ঢাকা এবং নারায়ণগঞ্জে এর কাজ চলবে।

২. গোপালগঞ্জে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানির টিকা উৎপাদন কারখানা প্রতিষ্ঠা। এই প্রকল্পে ৩৩ কোটি ৬৫ লাখ ডলার ঋণ দিচ্ছে এডিবি।

৩. দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক সহযোগিতা কর্মসূচির অধীনে ঢাকা থেকে উত্তরাঞ্চলে আধুনিক মহাসড়ক নির্মাণ। এতে ঋণ ৩০ কোটি ডলার দিচ্ছে এডিবি।

৪. বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যশোর ইউিনভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার ও আইটি শিক্ষার প্রকল্প। এই প্রকল্পে ঋণ ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি।

৫. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। এতে ৯ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি।

Similar Articles

Leave a Reply

Top