আবুল খায়ের স্টীল-এর উদ্যোগেসিলেটেরসোবহানিঘাট এলাকায় স্থানীয় রডমিস্ত্রিদের নিয়ে গতকাল অনুষ্ঠিত হল “ইলেকট্রিক আর্ক ফার্নেস পরিশোধিত ভূমিকম্প সহনীয় টিএমটি স্টীল বার” শীর্ষক কনফারেন্স।
উক্ত কনফারেন্স-এ উপস্থিত ছিলেন আবুল খায়ের স্টীল-এর সেল্স, ব্র্যান্ড মার্কেটিং ও প্রোডাকশন ডিপার্টমেন্ট-এর কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেনআবুল খায়ের স্টীল-এরডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাসুদ আলম।
তিনি বলেন,“পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের কথা মাথায় রেখে, নির্মাণকাজে উন্নতমানের পণ্যসামগ্রী দিয়ে কাজ করা সকলের সামাজিক দায়িত্ব। মানসম্পন্ন নির্মাণসামগ্রীউৎপাদন ও সরবরাহ করার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আবুল খায়ের স্টীল সর্বদা বদ্ধপরিকর।“
স্থাপনা নির্মাণে মানসম্পন্ন নির্মাণসামগ্রীর গুরুত্ব, ভূমিকম্প সম্পর্কিত জ্ঞানও ক্ষয়ক্ষতি বিষয়কধারণা প্রদান করে রডমিস্ত্রিদের সচেতন করার মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী এই কর্মসূচি আয়োজন করছে আবুল খায়ের স্টীল।