You are here
Home > ব্যাবসা-বাণিজ্য > মিথিলা গ্রুপের শ্রমিকদের করোনার টিকা প্রদান শুরু

মিথিলা গ্রুপের শ্রমিকদের করোনার টিকা প্রদান শুরু

মিথিলা গ্রুপ কারখানার শ্রমিক-কর্মচারীদের করোনার টিকা প্রদান কর্মসূচী শুরু করেছে ৭ আগস্ট।
আড়াইহাজার উপজেলায় মিথিলা গ্রুপের কারখানায় কর্মরত শ্রমিকদের টিকা প্রদানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি, মিথিলা গ্রুপের চেয়াম্যান আজহার খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা ও আড়াইহাজার উপজেলার সিভিল সার্জন।

গত ১৮ জুলাই ২০২১ থেকে গাজীপুরে পোশাক শ্রমিকদেরকে করোনা সংক্রমণ টিকা প্রদানের মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়।এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় ৭ আগস্ট নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলায় মিথিলা গ্রুপের কারখানায় কর্মরত শ্রমিকদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

বিজিএমইএ অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পোশাক ও বস্ত্রশিল্পের শ্রমিকদের বিবেচনা করে তাদেরকে টিকাদান কর্মসূচীর আওতায় আনার জন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের কাছে অনুরোধ করেছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক ও বস্ত্রশিল্পের শ্রমিক-কর্মচারীদের করোনার টিকা প্রদানের কর্মসূচীকে স্বাগত জানিয়েছেন।তিনি এ ব্যাপারে সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য পোশাক ও বস্ত্রশিল্পের সকল শ্রমিককে যত দ্রুত সম্ভব টিকাদান কার্যক্রমের আওতায় আনতে হবে।

Similar Articles

Leave a Reply

Top