You are here
Home > ব্যাবসা-বাণিজ্য > ফের বাড়লো সোনার দাম

ফের বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরেক দফা বেড়েছে। গত ২ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে যা সর্বোচ্চ।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে ২০২৪ সালের মার্চে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার হ্রাসের সম্ভাবনা জোরালো হয়েছে। ফলে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার দর হারিয়েছে। সেই সঙ্গে মার্কিন বন্ড ইল্ড নিম্নমুখী হয়েছে। পরিপ্রেক্ষিতে বুলিয়ন বাজার আরো চাঙা হয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৬৩ ডলার ৭৮ সেন্টে। গত ২ সপ্তাহের মধ্যে যা প্রায় সবচেয়ে বেশি। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৭৪ ডলার ৯০ সেন্টে।

Similar Articles

Leave a Reply

Top