You are here
Home > ব্যাবসা-বাণিজ্য > ফুডপ্যান্ডায় বিকাশে পেমেন্টে করলেই ডিসকাউন্ট

ফুডপ্যান্ডায় বিকাশে পেমেন্টে করলেই ডিসকাউন্ট

ফুডপ্যান্ডায় বিকাশে পেমেন্টে করলে গ্রাহকরা বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাচ্ছেন।

ফুডপ্যান্ডায় খাবার অর্ডার করে বিকাশ পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১২০ টাকা ডিসকাউন্ট। আগস্ট মাসজুড়ে বিভিন্ন রেস্টুরেন্টে ন্যূনতম ১৩০ টাকার অর্ডারে সর্বোচ্চ ৬০ টাকা ছাড় পাবেন গ্রাহক। অফার চলাকালীন ২টি ফুড অর্ডারে সর্বোচ্চ ১২০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন। পাশাপাশি গ্রোসারি পেমেন্টেও রয়েছে সর্বোচ্চ ৫০ টাকা ছাড়, প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।

বিকাশে পেমেন্ট করার সময় গ্রাহককে BKASHFP60 কোডটি ব্যবহার করে সর্বোচ্চ ৬০ টাকার ছাড়টি গ্রহণ করতে হবে। অফার চলাকালীন একজন গ্রাহক দুই বার এই অফারটি নিতে পারবেন।

এছাড়া প্যান্ডামার্ট ও শপ-এ গ্রাহকরা BKASHFP50 কোডটি ব্যবহার করে ন্যূনতম ৫০০ টাকার গ্রোসারি অর্ডারে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ১০% ছাড় পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি নিতে পারবেন।

ফুডপ্যান্ডায় বিকাশে পেমেন্ট করা একদম সহজ। এ জন্য গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি ফুডপ্যান্ডায় পেমেন্ট পদ্ধতির তালিকায় সেভ করতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে এবং বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে গ্রাহকরা তাদের প্রয়োজনমতো পেমেন্ট করতে পারবেন ক্যাশ টাকা স্পর্শ না করেই।

Similar Articles

Leave a Reply

Top