You are here
Home > ব্যাবসা-বাণিজ্য > এডিবি ও বহুপাক্ষিক ব্যাংকগুলো প্রকৃতিকে তাদের কার্যক্রমের মূলধারায় সম্পৃক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ

এডিবি ও বহুপাক্ষিক ব্যাংকগুলো প্রকৃতিকে তাদের কার্যক্রমের মূলধারায় সম্পৃক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক (এমডিবিস) গতকাল উচ্চ পর্যায়ের যৌথ বিবৃতিতে প্রকৃতিকে তাদের নীতি, বিশ্লেষণ, মূল্যায়ন, পরামর্শ, বিনিয়োগ এবং কার্যক্রমের মূলধারায় সম্পৃক্ত করার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে। 
বিবৃতিতে বলা হয়, গ্লাসগোতে কোপ২৬ সম্মেলনে এই গ্রহ এবং মানব স্বাস্থ, কল্যাণ এবং জীবন-জীবিকার ওপর  প্রকৃতির বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করা হয়েছে। এতে বলা হয়, এমডিবিস টেকসই, অন্তর্ভুক্তিমূলক, সবুজ এবং কোভিড-১৯ পরবর্তী পুনরুদ্ধারে সহায়তা দিতে একত্রে কাজ করার অঙ্গীকার ঘোষণা করেছে, যাতে প্রতিটি ব্যাংক নিজ নিজ প্রেক্ষাপটে পরিবেশগত. জলবায়ু, অর্থনৈতিক, জেন্ডার, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক টেকসই মান, সবুজ প্রবৃদ্ধিতে সমর্থন এবং কর্মসংস্থানকে গুরুত্ব প্রদান করবে। 
“এশীয় উন্নয়ন ব্যাংক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং সবার জন্য সমৃদ্ধি তৈরিতে প্রকৃতিকে সুরক্ষা করা জরুরি বলে স্বীকৃতি দেয়।” এ কথা উল্লেখ করে এডিবি প্রেসিডেন্ট মাসাতুগু আসাকাওয়া বলেন, “আমাদের কার্যক্রমে প্রকৃতিকে মূলধারায় রেখে এটিকে কমন এজেন্ডা হিসাবে গ্রহন করেছি।” 
অনুমিত হিসাবে ২০১৯ সালে আর্থিক প্রতিষ্ঠানের ১১.২ ট্রিলিয়ন ডলার উন্নয়ন বিনিয়োগের ২৮ শতাংশ জীববৈচিত্র্যে এবং বাস্তুতন্ত্রের ক্ষতির কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। এমডিবিএস এই ঝুঁকি বোঝার জন্য আরও ভাল কাজ করতে এবং ‘প্রকৃতি বান্ধব’ বিনিয়োগের মাধ্যমে প্রকৃতির ক্ষতি এবং জলবায়ূ পরিবর্তন সামলানোর ব্যাপারে সম্মত হয়েছে।

Similar Articles

Leave a Reply

Top