শ্রীলংকার প্রেসিডেন্টের ভবন দখলে নিয়েছে সেদেশের মানুষের। তবে রাজপথও ছাড়েননি তারা। রাজপথে থাকা হাজার-হাজার মানুষের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন শ্রীলংকা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় সনাথ জয়সুরিয়া।
আন্দোলনে থাকা রাজপথে অবস্থান করা জনগণের সাথে ছবিও তুলেছেন সাবেক অধিনায়ক জয়সুরিয়া। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও দিয়েছেন তিনি।
টুইটারে ছবি আপলোড করে জয়সুরিয়া লিখেছেন, ‘সব সময় শ্রীলংকার জনগণের সাথে ছিলাম ও আছি। খুব দ্রুতই জয়ও উদযাপন করবো। তবে এই জয় পালিত হবে কোন রকম হিংসা ছাড়াই।’
গত মে মাস থেকেই নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলা করছে শ্রীলংকা। চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে জীবন বাঁচানোর জন্য লড়ছে সেদেশের মানুষ।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনায়, বুধবার থেকে সেদেশে কারফিউ জারি হয়েছে।