You are here
Home > বিশ্ব > হাইতিতে অপহৃত ৩৮ পণবন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে

হাইতিতে অপহৃত ৩৮ পণবন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে অপহৃত ৪০ জনের মতো  পণবন্দিকে শনিবার  ছেড়ে দেওয়া হয়েছে। একটি গ্যাং কর্তৃক অপহৃত হওয়ার এক দিন পর তাদের মুক্তি দেওয়া হয় বলে একটি পরিবহন ইউনিয়ন জানায়। খবর এএফপির।
হাইতির মালিক ও চালক সমিতি এক টুইটারে জানায়, অপহৃত যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়,  এদের বহনকরা দুটি মিনিবাসও উদ্ধার করা হয়েছে।
 তবে অপহরণকারিরা কোন মুক্তিপণ দাবি করেছিল কি-না এবং মুক্তিপণ দেওয়া হয়েছে কি-না তা  সমিতির পক্ষ থেকে বলা হয়নি।
শুক্রবার সকালে গ্যাং সদস্যরা ৩৬ যাত্রী ও দুজন চালককে অপহরণ করে নিয়ে যায়।

Similar Articles

Leave a Reply

Top