You are here
Home > বিশ্ব > শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় পুনরায় খুলছে সোমবার

শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় পুনরায় খুলছে সোমবার

শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় সোমবার পুনরায় খুলে দেয়া হচ্ছে। এর আগে সামরিক অভিযান চালিয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়। তারা প্রেসিডেন্ট কার্যালয় ঘেরাও করে রেখেছিল।
রোববার এক পুলিশ কর্মকর্তা জানান, সোমবার থেকে অফিস আবার খোলার জন্য প্রস্তুত।
তিনি বলেন, গত ৯ মে থেকে অবরুদ্ধ থাকা অফিস ভবন এখন মুক্ত।
শ্রীলংকায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারনে বিক্ষোভকারীরা রাস্তায় নামে। তারা চলতি মাসের প্রথমদিকে প্রেসিডেন্ট কার্যালয় দখলে নেয়। সৈন্যরা সে সময়ের প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে উদ্ধার করে। তিনি সিঙ্গাপুর পালিয়ে যান এবং পদত্যাগ করেন।
রনিল বিক্রমাসিংহে বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই বিক্ষোভকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দেন। শুক্রবার মধ্যরাতে তার নির্দেশের পর পরই সশস্ত্র সৈন্যরা প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। আন্তর্জাতিক অঙ্গনে এ অভিযান ব্যাপকভাবে সমালোচিত হয়।
সেনা অভিযানকালে অন্তত ৪৮ জন আহত এবং নয়জনকে আটক করা হয়।

Similar Articles

Leave a Reply

Top