You are here
Home > বিশ্ব > লিথুনিয়ায় শীর্ষ সম্মেলনের আগে আলোচনার জন্য ন্যাটো প্রধানকে আমন্ত্রণ জানাবেন বাইডেন

লিথুনিয়ায় শীর্ষ সম্মেলনের আগে আলোচনার জন্য ন্যাটো প্রধানকে আমন্ত্রণ জানাবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গকে ১২ জুন আলোচনার জন্য আমন্ত্রন জানাবেন। এই সামরিক জোটের শীর্ষ সম্মেলনের এক মাস আগের এই আলোচনায় ইউক্রেন এজেন্ডা শীর্ষে রয়েছে। হোয়াইট হাউস বুধবার এ কথা জানায়।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেন, উভয় নেতা লিথুনিয়ায় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা এবং রাশিয়ার নৃশংস আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রতি মিত্রদের সমর্থন নিয়ে আলোচনা করবেন। খবর এএফপি’র।

১১-১২ জুলাই রাজধানী ভিলনিয়াসে ন্যাটো নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ন্যাটো প্রধান হিসেবে স্টলটেনবার্গের মেয়াদকাল অক্টোবরে শেষ হওয়ার কথা রয়েছে। সেই  মেয়াদের সম্ভাব্য সম্প্রসারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, জিন-পিয়ের কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘ইতিহাসের এই সংকটময় মুহূতে সচিব এক অসামান্য কাজ করেছেন।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘হোয়াইট হাউস তার নেতৃত্বের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।

Similar Articles

Leave a Reply

Top