You are here
Home > বিশ্ব > রুশ-ইউক্রেন বৈঠকের জন্য স্থান প্রস্তুত : বেলারুশ

রুশ-ইউক্রেন বৈঠকের জন্য স্থান প্রস্তুত : বেলারুশ

রুশ-ইউক্রেন বৈঠকের স্থান প্রস্তুত করা হয়েছে। বেলারুশ সোমবার এ কথা জানায়। 
ইউক্রেনে রুশ হামলার পঞ্চমদিনে বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ইউক্রেন রাশিয়ার ঘনিষ্ঠ দেশ বেলারুশে প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়েছে। রাশিয়া বেলারুশের সীমানা ব্যবহার করেই  ইউক্রেনে গত বৃহস্পতিবার হামলা শুরু করে।
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ান ও ইউক্রেনিয়ান পতাকা শোভিত লম্বা এক টেবিলের ছবি পোস্ট করে জানিয়েছে, মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনার জন্য ভেন্যু প্রস্তুত করা হয়েছে। প্রতিনিধিদের আগমন প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লেজ পৃথক এক বার্তায় বলেছেন, আলোচনার স্থলে প্রতিনিধিদের সকলে উপস্থিত হওয়ার পর বৈঠক শিগগিরই শুরু হবে। 
কিয়েভ প্রথমে আলোচনায় অংশ নিতে রাজি হয়নি। পরে বিনা শর্তেই আলোচনায় রাজি হয় তারা।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বেলারুশের বৈঠকের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন। 

Similar Articles

Leave a Reply

Top