You are here
Home > বিশ্ব > রাশিয়া ইউক্রেনে যে কোন দিন হামলা চালাতে পারে  যুক্তরাষ্ট্র

রাশিয়া ইউক্রেনে যে কোন দিন হামলা চালাতে পারে  যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউক্রেনে হামলার বিষয়ে নাটকীয় হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

ওয়াশিংটন বলছে, বিমান থেকে বোমা ছুঁড়ে বেসামরিক নাগরিকদের দিয়ে রাশিয়া যে কোন দিন ইউক্রেনে হামলা শুরু করতে পারে।

দেশটি ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।

ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেন সীমান্তে থাকা এক লাখের বেশি রুশ সৈন্য যে কোন সময় হামলা শুরু করতে পারে।

কিন্তু চীনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বেইজিং অলিম্পিকের এ সময়ে কোন ধরনের সংকট তৈরি করবে না বলে যে জল্পনা কল্পনা রয়েছে তাকে নস্যাৎ করে সুলিভান সতর্ক করে বলেন, ২০ ফেব্রুয়ারি বেইজিং অলিম্পিক শেষ হওয়ার আগেই রাশিয়া হামলা চালাতে পারে।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হামলার সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি আরো বলেন, নির্দিষ্ট দিনক্ষণের বিষয়ে আমরা ভবিষ্যদ্ববাণী করতে পারি না। কিন্তু ‘দ্রুত হামলা’সহ যে কোন খারাপ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে।

বোমা কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া হামলা শুরু করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি ইউক্রেনে থাকা সকল আমেরিকানকে ৪৮ঘন্টার মধ্যে সে দেশ ছাড়ার কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় ছয় নেতার সাথে ইউক্রেনের তীব্র সংকট নিয়ে আলোচনার কিছু পরই সুলিভানি এসব কথা বলেন।

Similar Articles

Leave a Reply

Top