You are here
Home > বিশ্ব > মিয়ানমারের সামরিক জান্তা ইউনিয়ন ডে’তে ৮১৪ বন্দীকে মুক্তি দেবে

মিয়ানমারের সামরিক জান্তা ইউনিয়ন ডে’তে ৮১৪ বন্দীকে মুক্তি দেবে

মিয়ানমার জান্তা শনিবার বলেছে,  তারা দেশটির ইউনিয়ন ডে পালন উপলক্ষ্যে ৮শ’র বেশী বন্দীকে মুক্তি দেবে।

জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এক বিবৃতিতে বলা হয়, “ইউনিয়ন ডে’র হীরক জয়ন্তী স্মরণে এক ক্ষমার আদেশ অনুযায়ি ৮১৪ জন বন্দীকে মুক্তি দেয়া হবে।” প্রতি বছর ১২ ফেব্রুুয়ারি ইউনিয়ন ডে পালন করা হয়।

যাদের ক্ষমা করা হয়েছে তাদের বেশিরভাগই বাণিজ্যিক নগরী ইয়াংগুনের কারাগারে রয়েছেন। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে এ কথা জানান। আটক অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ শন টােের্নল এই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কিনা সে বিষয় কিছু জানাননি।

অস্ট্রেলিয়ান টার্নেল অর্থনীতির প্রফেসর। তিনি গত ফেব্রুয়ারিতে অপসারিত বেসামরিক নেত্রী অং সান সুচির একজন উপদেষ্টা ছিলেন, অভ্যুত্থানের কয়েকদিন পর তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মিয়ানমারের অফিসিয়াল সিক্রেট আইন লংঘনের অভিযোগ আনা হয়, অপরাধ প্রমাণিত হলে তাকে ১৪ বছরের সাজা ভোগ করতে হবে।

জান্তা গত বছর ইউনিয়ন ডে’তে প্রায় ২৩ হাজার বন্দীর মুক্তি দিয়েছে। জান্তা গত বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে, এরপর থেকে জান্তা বিরোধী প্রতিবাদ বিক্ষোভে ১৫শ’র বেশি লোক নিহত এবং ১২ হাজার লোককে গ্রেফতার করা হয়।

Similar Articles

Leave a Reply

Top