You are here
Home > বিশ্ব > মঙ্গোলিয়ায় পুনরায় খুলেছে সীমান্ত

মঙ্গোলিয়ায় পুনরায় খুলেছে সীমান্ত

মঙ্গোলিয়া টিকার পুরো ডোজ নেয়া ভ্রমণকারীদের জন্য পুনরায় তার সীমান্ত খুলে দিয়েছে।  সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
করোনা মহামারি নিয়ন্ত্রণে গত দুই বছর বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল মঙ্গোলিয়া। কারণ বিশ্বে যে ক’টি দেশ করোনা নিয়ন্ত্রনে কঠোর পদক্ষেপ নিয়েছিল মঙ্গোলিয়া তার একটি।
দেশটির কেবিনেট ‘স্টেট অব রেডিনেস’ নামে একটি প্রস্তাব পাশ করে- যা বিধিনিষেধের পর্যায়কে কমলা থেকে হলুদ স্তরে নামিয়ে এনেছে। এর ফলে ব্যবসা পরিচালনার ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ উঠে যাবে। 
মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসন্নামসরাই ওয়ুন-এরডেনে বলেন, এ পদক্ষেপের ফলে ৩০ লাখ লোকের এ দেশের সীমান্ত আন্তজার্তিক পর্যায়ে পুরোপুরি খুলে যাবে। 
তবে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় শর্তাবলীর দিকেও সরকার নজর রাখবে বলে তিনি উল্লেখ করেন। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মঙ্গোলিয়ায় মহামারিকালে আট লাখ ৮৫ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে দু’হাজারেরও বেশি লোক।

Similar Articles

Leave a Reply

Top