You are here
Home > বিশ্ব > ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত বেড়ে ২২

ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত বেড়ে ২২

ভারতের মধ্যপ্রদেশের খারগোনে যাত্রীবাহী বাস সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। নিহতদের মধ্য নারী ও শিশু রয়েছে। এছাড়াও ২০-৩৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নরোত্তম মিশ্রা আরও জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতুর রেলিং ভেঙেপড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় জরুরি পরিষেবা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে।

দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে।

এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেয়া হবে বলে জানানো হয়েছে।

Similar Articles

Leave a Reply

Top