You are here
Home > বিশ্ব > বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ১২ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ১২ হাজার

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০২১ সালের জুলাইয়ের পর এই প্রথম বৃহস্পতিবার সবচেয়ে বেশি সংখ্যক মানুষের এই ভাইরাসে মৃত্যু ঘটলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে। খবর তাসের।
মস্কো সময় ৩ ফেব্রুয়ারি ২০:০২ টা পর্যন্ত কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মোট ৩৮ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৭৭৯ জন আক্রান্ত হয়েছে এবং ৫৬ লাখ ৯০ হাজার ৮২৪ জন প্রাণ হারিয়েছে।
তারা জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৩০ লাখ ১৫ হাজার ৮৬৩ নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং ১২ হাজার ৫১৩ জন মারা গেছে। ২০২১ সালের জুলাইয়ের পর এই ভাইরাসে এক দিনে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু। ২০২১ সালের ২১ জুলাই সারাবিশ্বে করোনাভাইরাসে ২০ হাজার ১১১ জনের মৃত্যু হয়।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে। তাদের পরিসংখ্যানে আরো বলা হয়, বিশ্বব্যাপী গত ২৫ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্তের ৩৫ কোটির মাইলফলক ছাড়িয়ে যায়। গত ৮ জানুয়ারি ৩০ কোটির, ৯ নভেম্বর ২৫ কোটির এবং গত ৫ আগস্ট ২০ কোটির মাইলফলক ছাড়ায়।

Similar Articles

Leave a Reply

Top