You are here
Home > বিশ্ব > বকেয়া অর্থ পরিশোধ না করায় জাতিসংঘে ভোটাধিকার হারিয়েছে ইরান

বকেয়া অর্থ পরিশোধ না করায় জাতিসংঘে ভোটাধিকার হারিয়েছে ইরান

ইরান, ভেনিজুয়েলা ও সুদানসহ আটটি দেশ বকেয়া অর্থ পরিশোধ না করায় জাতিসংঘে তাদের ভোটাধিকার হারিয়েছে। খবর এএফপি’র।
সাধারণ পরিষদের এক প্রতিবেদনে মঙ্গলবার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, মোট ১১টি দেশ তাদের চাঁদা পরিশোধের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। বুধবার এএফপি এ প্রতিবেদন হাতে পায়।
জাতিসংঘ সনদ অনুযায়ী, কোন সদস্য দেশ তাদেও-র বকেয়ার সমান বা বাকির মাত্রা অতিক্রম করলে দেশটির ভোটাধিকার স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে তাদেরকে আগের দুই বছরের বেশি সময়ের অর্থ পরিশোধ করতে হবে।
তিনি বলেন, বর্তমানে ভোটাধিকার হারানো আটটি দেশের নামের তালিকায় ইরান, সুদান, ভেনিজুয়েলা, অ্যান্টিগুয়া, বারবুদা, কঙ্গো, গিনি ও পপুয়া নিউগিনি রয়েছে।
তিনি বলেন, তাদের ভোটাধিকার ফেরত পেতে প্রত্যেক দেশকে অবশ্যই সর্বনি¤œ অর্থ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে, ইরানকে এক কোটি ৮০ লাখ, সুদানকে প্রায় তিন লাখ ও ভেনিজুয়েলাকে চার কোটি ডলার পরিশোধ করতে  হবে।
গত বছরও বকেয়া পরিশোধ না করায় ইরান তাদের ভোটাধিকার হারায়। তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তারা কোন অর্থ, এমনকি সর্বনি¤œ অর্থও পরিশোধ করবে না।

Similar Articles

Leave a Reply

Top