পাকিস্তানের করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩৫ জন।
আজ শনিবার (২৫ নভেম্বর) করাচির মেয়র ব্যারিস্টার মুর্তজা ওয়াহাব এক্স এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি এখনও পর্যন্ত ১১ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। তবে শপিংমলের আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
এর আগে পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ বলেন, যে নয়টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, তার মধ্যে আটটি মরদেহ জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) এবং একটি সিভিল হাসপাতাল করাচি (সিএইচকে)। একজনকে আব্বাসি শহীদ হাসপাতালেও আনা হয়েছে।
১৮ বছর বয়সী একজনকে সিএইচকেতে ভর্তি করা হয়ে বলেও জানান তিনি।
ডিসি আরও জানান, উদ্ধার অভিযান শেষ হলে সঠিক তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।
শারা ফয়সাল স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাজা তারিক মেহমুদ বলেন, ভবনটি একটি বাণিজ্যিক ভবন যেখানে শপিং সেন্টার, কল সেন্টার এবং সফটওয়্যার হাউস ছিল।
ফায়ার অ্যান্ড রেসকিউ মুখপাত্রের একটি বিবৃতিতে বলা হয়েছে, সকাল ৬টা ৩০ মিনিটে এ ঘটনায় সতর্ক করা হয়েছিল। সূত্র:ডন