পাকিস্তানে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত ২৪ ঘন্টায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে ও আরো একশ ১৫ জন আহত হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ কথা জানিয়েছে।
রোববার রাতে এনডিএমএ পরিবেশিত সংবাদে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধ প্রদেশে ১৯ জন মারা গেছে। খাইবার পাখতুন খোয়া প্রদেশে মারা গেছে তিনজন। পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একজন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আরো একজন মারা গেছে ।
এতে আরো বলা হয়, বন্যায় দুই লাখ ১৪ হাজার ৭০৭টি বড়িঘর ধ্বংস এবং ১৩ হাজার ৯৪৬টি গবাদি পশু মারা গেছে।
পাকিস্তানে গত মধ্য জুনে শুরু হওয়া মৌসুমি বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত প্রায় এক হাজার ৩১৪ জন মারা গেছে এবং আহত হয়েছে ১২ হাজার ৭০৩ জন।