You are here
Home > বিশ্ব > নাইজারের পশ্চিমাঞ্চলে জিহাদি হামলায় ৬৯ জন নিহত

নাইজারের পশ্চিমাঞ্চলে জিহাদি হামলায় ৬৯ জন নিহত

বুরকিনা ফাসো ও মালির সাথে লাগোয়া নাইজারের গোলযোগপূর্ন ‘ত্রি-সীমান্ত’ জোনে জিহাদি হামলায় স্থানীয় এক মেয়রসহ ৬৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
তিলেবাড়ির পশ্চিমাঞ্চলের বনিবানগৌ থেকে ৫৫ কিলোমিটার দূরে আদেব-দাব গ্রামে মঙ্গলবার এ ভয়াবহ হামলা চালানো হয়। বৃহস্পতিবার সরকার এ হামলার খবর নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বানিবানগৌ জনগোষ্ঠীর মেয়র লুঠেরাদের হামলার শিকার হন। সেখানের জনগোষ্ঠীর এক প্রতিনিধির সাথে তিনি যাচ্ছিলেন।’
এতে  বলা হয়, ‘ওই হামলায় মেয়রসহ ৬৯ জন প্রাণ হারিয়েছেন এবং বেঁচে গেছেন ১৫ জন।’
হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো চলছে। এদিকে এ মর্মান্তিক ঘটনায় সরকার শুক্রবার থেকে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
স্থানীয় সূত্র জানায়, মটরসাইকেল আরোহী প্রতিরক্ষা বাহিনী আইএসজিএসের (ইসলামিক স্টেট ইন গ্রেটার সাহারা) ভারি অস্ত্র সজ্জিত সদস্যরা হামলার শিকার হয়। তারাও মটরসাইকেলে করে এসে এ হামলা চালায়।
অপর এক সূত্র জানায়, এ হামলার লক্ষ্য ছিল জিহাদি বিরোধী প্রতিরক্ষা বাহিনী। আর এ বাহিনী ভিজিল্যান্স কমিটি হিসেবে পরিচিত। বানিবানগৌ জেলার মেয়র এ কমিটির প্রধান ছিলেন।

Similar Articles

Leave a Reply

Top