You are here
Home > বিশ্ব > দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে

দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে

দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে।
বুধবার প্রকাশিত সরকারি তথ্যে এ কথা বলা হয়েছে।
তবে প্রকৃত সংখ্যা আরো বেশি বলেই ধারণা করা হচ্ছে।
দেশটির সংক্রমণ রোগ বিষয়ক ন্যাশনাল ইন্সষ্টিটিউট এর প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দুবছর আগে মহামারি শুরুর পর মোট এক লাখ ২০ জন করোনায় মারা গেছে।
সরকারি হিসেবের তুলনায় প্রকৃত সংখ্যা তিন গুণ বলে গবেষকরা মনে করছেন।
আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ ঘটে দক্ষিণ আফ্রিকার দেশটিতে। এখানে করোনায় সংক্রমিত হয়েছে ৩৭ লাখেরও বেশি লোক। আফ্রিকার মোট এক কোটি ১৩ লাখ সংক্রমণের মধ্যে এ সংখ্যা ৩০ শতাংশেরও বেশি।
অথচ দেশটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৯২ হাজার ফাইজার ভ্যাকসিন ধ্বংস করতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
এ দিকে এ প্রথমবারের মতো দেশটির ৩০ শতাংশ লোককে টিকার আওতায় নেয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ায় গত সপ্তাহে করোনা সংক্রান্ত বাদ বাকী নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।

Similar Articles

Leave a Reply

Top