জাপানের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে অনেক সেতু ধসে এবং নদীর তীর ভেঙ্গে যাওয়ায় কর্তৃপক্ষ ব্যাপক বন্যার সতর্কতা জারি করেছে। এতে দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি’র।
টিভি ফুটেজে এ প্রাকৃতিক দুর্যোগে পার্বত্য আবাসিক এলাকায় অনেক গাছপালা উপড়ে পড়তে দেখা যায়। এক্ষেত্রে কিছু এলাকায় রেকর্ড ভঙ্গ হয়।
সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, সেখানে দুইজন নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষ ভূমিধস ও বন্যার ঝুঁকি বৃদ্ধির সতর্কতা জারি করেছে।
জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র জানায়, দেশটির নিগাতা, ইয়ামাগাতা, ফুকুশিমা, ইশিকাওয়া ও ফুকুই অঞ্চলের দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে জাপানে এবং অন্যত্র প্রবল বর্ষণের ঝুঁকি ক্রমেই বেড়ে যেতে দেখা যাচ্ছে। কারণ উষ্ণ বায়ুমন্ডল অধিক পানি ধারণ করছে।