You are here
Home > বিশ্ব > ক্যালিফোর্নিয়ায় নতুন চান্দ্রবর্ষের অনুষ্ঠানে হামলার কারণ অস্পষ্ট ॥ বন্দুকধারী নিহত : পুলিশ

ক্যালিফোর্নিয়ায় নতুন চান্দ্রবর্ষের অনুষ্ঠানে হামলার কারণ অস্পষ্ট ॥ বন্দুকধারী নিহত : পুলিশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন চান্দ্রবর্ষের উৎসব উদযাপনকালে এক বন্দুকধারীর এলোপাতাড়ি হামলার কারণ এখনও জানা যায় নি। বিষয়টি অস্পষ্ট ও রহস্যপূর্ণ।

পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এলোপাতাড়ি এ গুলিতে পাঁচজন পুরুষ এবং পাঁচজন মহিলা নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ৫০ বা ৬০ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, এ হামলায় আরো প্রায় ১০ জন আহত হয়েছে।

এেিদক পুলিশ বন্দুকধারীকে গ্রেফতারের জন্য ধাওয়া করলে সে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে।

স্থানীয় শেরিফ রোববার একথা জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের কাছে ব্যাপকভাবে এশীয় অধ্যুষিত মন্টেরে পার্ক শহরের একটি নাচের স্টুডিও ও ক্লাবে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলির পর শনিবার গভীর রাতে ব্যাপক অভিযান শুরু হয়।

পুলিশ হামলাকারীকে শনাক্ত করার পর জানা গেছে তার নাম হুউ ক্যান ট্রান। তার বয়স ৭২ বছর।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেন, কয়েক ঘন্টার অভিযান শেষে পুলিশ একটি সন্দেহভাজন ভ্যানগাড়িকে চিহ্নিত করে।

কর্মকর্তারা কাছে গেলে ভেতর থেকে তারা একটি গুলির শব্দ শুনতে পায়।

লুনা বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি নিজেকে গুলি করে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি এলোপাতাড়ি গুলি হামলার ঘটনায় আর কোন সন্দেহভাজন ছিল না।’

লুনা বলেছেন, ভয়ঙ্কর হামলার পিছনের কারণ স্পষ্ট নয়, রহস্যপূর্ণ।

তিনি বলেন, ‘তদন্ত এখনও চলছে’।

Similar Articles

Leave a Reply

Top