You are here
Home > বিশ্ব > ইরাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে আগুন, নিহত ১৪

ইরাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে আগুন, নিহত ১৪

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলের কাছে একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন। শুক্রবার রাতে দেশটির কুর্দিস্তানে অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক ভবনে সোরান ইউনিভার্সিটির একাডেমিক স্টাফ এবং শিক্ষার্থীরা থাকতেন।

স্থানীয় কুর্দি টেলিভিশন চ্যানেল রুদাও’র ভিডিও ফুটেজে ওই ভবনের সামনে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে দেখা গেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ঘটনায় ১৪ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন মার্কিন স্যাংশন, তালিকায় নেই বাংলাদেশ নতুন মার্কিন স্যাংশন, তালিকায় নেই বাংলাদেশ
সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

Similar Articles

Leave a Reply

Top