You are here
Home > বিশ্ব > ইউক্রেন পুনর্গঠনের আনুমানিক খরচ ৭৫ হাজার কোটি মার্কিন ডলার

ইউক্রেন পুনর্গঠনের আনুমানিক খরচ ৭৫ হাজার কোটি মার্কিন ডলার

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে খরচ হবে ৭৫ হাজার কোটি মার্কিন ডলার। সোমবার আন্তর্জাতিক এক সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ কথা বলেন। 
সুইজারল্যান্ডে ইউক্রেন রিকভারি কনফারেন্সে জেলেনস্কি ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন পুনর্গঠন কোন একক দেশের স্থানীয় কাজ নয়। এটি পুরো গণতান্ত্রিক বিশ্বের অভিন্ন কাজ।
দেশটির প্রধানমন্ত্রী ড্যানিশ শ্যামহাল বলেন, পুনর্গঠন বাবদ ব্যয় ইতোমধ্যে ৭৫ হাজার কোটি মার্কিন ডলার ধরা হয়েছে।
তিনি বলেন, এ অর্থের উৎস হওয়া উচিত রাশিয়া ও এর শাসকদের বাজেয়াপ্ত সম্পত্তি।
সুইজারল্যান্ডের মনোরম শহর লুগানে কড়া নিরাপত্তায় দু’দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সম্মেলনটি শেষ হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে কয়েকজন মন্ত্রীসহ ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি একাধিক অধিবেশনে অংশ নেন। এ সময় তারা দেশের পরিস্থিতি তুলে ধরেন।
সম্মেলনের সহ আয়োজক ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস জোর দিয়ে বলেন, একটি কার্যকর ও স্বচ্ছ্ব রাজনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করাই সম্মেলনের লক্ষ্য। 

Similar Articles

Leave a Reply

Top