You are here
Home > বিশ্ব > ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন : বাইডেন

ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত রুশ প্রেসিডেন্টর পুতিন এই সপ্তাহের মধ্যে ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার হোয়াইট হাউসে এক টেলিভিশন মন্তব্যে বাইডেন বলেন, এ মুহুর্তে আমি নিশ্চিত যে পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন। 
বাইডেন বলেন, আগামী সপ্তাহ কিংবা আগামী কয়েক দিনের মধ্যে পুতিন এ হামলা চালাতে পারেন। এ হামলার লক্ষ্যবস্তুু রাজধানী কিয়েভও হতে পারে, যেখানে ২৮ লাখ নিরীহ লোক বাস করে।
মার্কিন এই নেতা জোর দিয়ে বলেন, উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে ফেরার সময় এখনও আছে। কিন্তু হামলা চালানো হলে কূটনীতির দরোজা বন্ধ হয়ে যাবে।
তবে রাশিয়াও জোর দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোন পরিকল্পনা তাদের নেই। 
যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার এখন এক লাখ ৪৯ হাজার সৈন্য রয়েছে। পূর্বাঞ্চলের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীসহ এ সংখ্যা দাঁড়াচ্ছে এক লাখ ৯০ হাজারে। এখন কেবল কখন হামলা চালায় সেটিই দেখার বিষয়।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্ব সূচি অনুযায়ী পুতিন ব্যক্তিগতভাবে শনিবার ইউক্রেন সীমান্তে রুশ সৈন্যদের মহড়া পরিদর্শনে যাচ্ছেন।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইউক্রেন ঘিরে থাকা রুশ সৈন্যদের ৪০ শতাংশেরও বেশি বর্তমানে আক্রমণে যাওয়ার অবস্থানে রয়েছে।

Similar Articles

Leave a Reply

Top