You are here
Home > বিশ্ব > ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হবে না বলে বাইডেনের অঙ্গীকার

ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হবে না বলে বাইডেনের অঙ্গীকার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করে বলেছেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয় পাবে না।

ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘোষণার কয়েক ঘন্টা পর ওয়ারশতে দীর্ঘ বক্তব্যে বাইডেন এ অঙ্গীকার করেন।

পুতিন তার বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে সংঘাত উস্কে দেয়ার জন্যে পশ্চিমাদের অভিযুক্ত করেন এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার্ট পরমাণু চুক্তি প্রত্যাহারেরও ঘোষণা দেন।

তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে অব্যাহত কঠোর নিষেধাজ্ঞা সফল হবে না। তিনি পদ্ধতিগতভাবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।

এর কয়েকঘন্টা পর ন্যাটো মিত্র পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হতে পারবে না।

তিনি আরো বলেন, এতে কোন সন্দেহ নেই যে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বন্ধ হবে না, ন্যাটো বিভক্ত হবে না এবং আমরা ক্লান্ত হবো না।

এর আগে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে কিয়েভ সফর করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বছর পূর্তির আগে আগে তিনি প্রথমবারের মতো এ সফরে যান।

বাইডেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজেই দুদার সাথেও সাক্ষাত করেন এবং বলেন, খুবই জটিল ও গুরুত্বপূর্ণ সময়ে তিনি সফরটি করেন।

Similar Articles

Leave a Reply

Top