রাশিয়া সোমবার জানিয়েছে, তারা যুদ্ধের কবলে পড়া ইউক্রেনের বিভিন্ন নগরী থেকে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে মানবিক করিডোর খুলবে। এসব নগরীর মধ্যে রাজধানী কিয়েভ ও অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোল রয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘মানবিক উদ্দেশ্যে রাশিয়ার সামরিক বাহিনী ৭ মার্চ স্থানীয় সময় সকাল ১০ থেকে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করছে এবং মানবিক করিডোর খুলছে।’