ব্রিটেন ইউক্রেনকে আরো ১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার এ ঘোষণা দেন।
একইসঙ্গে তিনি ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মতামত সংগ্রহের নতুন প্রচেষ্টার অঙ্গীকার করেন।
ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
নতুন এ অর্থসহায়তা বিশ্ব ব্যাংকের মাধ্যমে দেয়া হবে। এর আগে ব্রিটেন ইউক্রেনকে সার্বিক সহায়তা হিসেবে ২৯ কোটি ডলার দিয়েছিল।
বরিস জনসন বলেন, কেবলমাত্র রুশ প্রেসিডেন্ট পুতিনই পারেন ইউক্রেনে দুর্ভোগের অবসান ঘটাতে। আজকের এই নতুন সহায়তা মানবিক পরিস্থিতির অবনতি মোকাবেলায় অব্যাহতভাবে কাজ করে যাবে।