You are here
Home > বিশ্ব > অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় টিফানি

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় টিফানি

অস্ট্রেলিয়ার আবহাওয়া সংস্থা (বিওএম) সপ্তাহান্তে সৃষ্ট ‘টিফানি’ নামের গ্রীস্মমন্ডলীয় একটি ঘূর্ণিঝড়ের গতিপথ পর্যবেক্ষণ করছে। সোমবার কুইন্সল্যান্ড রাজ্যের উত্তরাঞ্চলীয় তীরবর্তী উপকূলে এটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর সিনহুয়ার।
বিওএম সোমবার সকালে সতর্কবার্তা জারি করে বলেছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে প্রতি ঘণ্টায় বাতাসের গতি ১৩০ কিলোমিটার লক্ষ্য করা যাচ্ছে। তবে ঝড়টি উপকূলের মাত্র ৩০ কিলোমিটার দূরে রয়েছে এবং ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
ওই সতর্ক বার্তায় বলা হয়, ‘টিফানি স্থলভাগের ওপর এসে কিছুটা দূর্বল হবে। তবে এটি এ অঞ্চলের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের শক্তি বজায় রাখতে পারে।’ সিনিয়র আবহাওয়াবিদ ডিন নরামোর রোববার বলেন, বিওএম টিফানিকে অব্যাহতভাবে পর্যবেক্ষণ করবে।
নরামোর আরো বলেন, উপকূলের একেবারে কাছে এসে পড়ায় ‘কাল থেকে (সোমবার) কুইন্সল্যান্ডের  উত্তরের বিভিন্ন এলাকার লোকজন গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড় টিফানির প্রভাব দেখা শুরু করবে। এদিকে স্থানীয় বাসিন্দারা এর প্রভাব মোকাবেলায় ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।
 

Similar Articles

Leave a Reply

Top